Ask a question
$16.95
Shokher Shopping ওয়েবসাইটে প্রবেশ এবং অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আমরা আপনাকে অনুরোধ করব এগুলো মনোযোগ সহকারে পড়তে।
Shokher Shopping একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যা ড্রেস ও ইসলামিক পোশাক সামগ্রী বিক্রি করে। আপনি আমাদের ওয়েবসাইট www.shokhershopping.com ব্যবহার করে অর্ডার করলে তা আমাদের নিয়ম ও নীতির অধীনে পরিচালিত হবে।
সকল পণ্যের ছবি ও বিবরণ যথাসম্ভব বাস্তবতার সঙ্গে মিল রেখে প্রদর্শন করা হয়। যেকোনো প্রোডাক্টের মূল্য, ডিজাইন, কালার, সাইজ এবং স্টক বিনা নোটিশে পরিবর্তন হতে পারে।
অর্ডারকৃত প্রোডাক্টের পেমেন্ট কাস্টমার ক্যাশ অন ডেলিভারি বা পূর্ব নির্ধারিত মাধ্যম অনুযায়ী পরিশোধ করবেন। কিছু বিশেষ এলাকার জন্য ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হতে পারে।
ডেলিভারি সাধারণত ১–৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী নির্দিষ্ট শর্তে প্রোডাক্ট পরিবর্তন করা যেতে পারে। বিস্তারিত জানতে রিটার্ন পলিসি পড়ুন।
অর্ডার কনফার্ম হওয়ার পর তা বাতিল বা পরিবর্তন করার সময়সীমা সীমিত। প্যাকেজ ডেলিভারির জন্য হস্তান্তর হয়ে গেলে কোনো পরিবর্তন করা সম্ভব হয় না।
আপনার দেওয়া সকল তথ্য আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী সুরক্ষিত রাখা হয়। আমরা আপনার তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।
ওয়েবসাইট ব্যবহারের সময় যেকোনো কারিগরি ত্রুটি, ভুল প্রোডাক্ট ইনফো বা স্টক সমস্যার জন্য Shokher Shopping দায়ী থাকবে না। অর্ডার সংক্রান্ত যেকোনো সমস্যা হলে আমাদের কাস্টমার সার্ভিস টিম সর্বোচ্চ সহযোগিতা করবে।
Shokher Shopping যে কোনো সময় আমাদের Terms & Conditions আপডেট বা পরিবর্তন করতে পারে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারে আপনি নতুন শর্তাবলী মেনে চলতে বাধ্য থাকবেন।
কোনো প্রশ্ন, অভিযোগ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন:
📧 Email: shokhershopping@outlook.com
📞 Hotline: 01841917370 (WhatsApp) / 09602917370 (Call)
Shokher Shopping-এ অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের নির্ধারিত সব নিয়ম ও শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন।